ইয়োব 12:4 - পবিত্র বাইবেল4 “এই মাত্র আমার বন্ধুরা আমায় উপহাস করলো। তারা বলল, ‘সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল এবং সে তার উত্তর পেয়ে গেছে, এই কারণেই তার ক্ষেত্রে এমন সব মন্দ ঘটনা ঘটলো।’ আমি একজন সৎ লোক, আমি নির্দোষ। কিন্তু তবুও তারা আমায় উপহাস করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আমি প্রতিবেশীর হাসির পাত্র হয়েছি; আল্লাহ্কে ডাকলে তিনি যাকে উত্তর দিতেন, সেই ধার্মিক সিদ্ধ ব্যক্তি হাসির পাত্র হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 “আমি আমার বন্ধুদের কাছে উপহাসের পাত্রে পরিণত হয়েছি, যদিও আমি ঈশ্বরকে ডাকতাম ও তিনি আমায় উত্তর দিতেন— ধার্মিক ও অনিন্দনীয় হওয়া সত্ত্বেও নিছক উপহাসের এক পাত্রে পরিণত হয়েছি! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমি এখন আমার বন্ধু-বান্ধবদেরও উপহাসের পাত্র। একদিন ছিল, যখন আমি ঈশ্বরকে ডাকতাম, এবং তিনি আমায় উত্তর দিতেন, কিন্তু এখন আমি ন্যায়নিষ্ঠ ও নির্দোষ হওয়া সত্ত্বেও সকলের উপহাসের পাত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমি প্রতিবাসীর হাস্যাস্পদ হইয়াছি; ঈশ্বরকে ডাকিলে তিনি যাহাকে উত্তর দিতেন, সেই ধার্ম্মিক সিদ্ধ ব্যক্তি হাস্যাস্পদ হইয়াছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আমি আমার প্রতিবেশীর কাছে হাস্যকর বস্তুর মত, আমি, যে ঈশ্বরকে ডাকে এবং তাঁর দ্বারা উত্তর পায়! আমি, একজন ন্যায্য এবং ধার্মিক লোক, আমি এখন একটা হাস্যকর বস্তু। অধ্যায় দেখুন |