ইয়োব 12:18 - পবিত্র বাইবেল18 একজন রাজা হয়তো লোকদের জেলে বন্দী করতে পারে। কিন্তু ঈশ্বর তাদের কারামুক্ত করেন এবং তাদের শক্তিশালী করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তিনি বাদশাহ্দের কর্তৃত্ববন্ধন মুক্ত করেন, তাদের কোমরে বন্দীর কোমরবন্ধনী বেঁধে দেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তিনি রাজাদের পরিধেয় বেড়ি অপসৃত করেন ও তাদের কোমরের চারপাশে কৌপিন বেঁধে দেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তিনি রাজাদের সিংহাসনচ্যুত করেন, তাদের কটিদেশে পরান জীর্ণবাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তিনি রাজাদিগের কর্ত্তৃত্ববন্ধন মুক্ত করেন, তাঁহাদের কটিদেশে পটুকা বদ্ধ করেন, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 তিনি রাজাদের থেকে কর্তিত্বের শিকল নিয়ে নেন; তিনি তাদের কোমরে কাপড় জড়িয়ে দেন। অধ্যায় দেখুন |