ইয়োব 11:13 - পবিত্র বাইবেল13 কিন্তু ইয়োব, তুমি তোমার হৃদয়কে ঈশ্বরমুখী করো এবং তাঁর কাছে প্রার্থনা রত তোমার হাত দুটি তুলে ধরো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তুমি যদি তোমার অন্তর স্থির কর, যদি তাঁর অভিমুখে অঞ্জলি প্রসারণ কর; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “তবুও তুমি যদি তাঁর প্রতি তোমার অন্তর উৎসর্গ করো ও তাঁর দিকে তোমার হাত বাড়িয়ে দাও, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তোমার অন্তর সরল কর ইয়োব, ঈশ্বরের দিকে মেলে ধর তোমার হাত, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তুমি যদি আপনার চিত্ত স্থির কর, যদি তাঁহার অভিমুখে অঞ্জলি প্রসারণ কর; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 কিন্তু ধর তুমি তোমার মনে স্থির করেছ এবং ঈশ্বরের দিকে তোমার হাত বাড়িয়ে দিয়েছ; অধ্যায় দেখুন |
শমূয়েল ইস্রায়েলীয়দের বলল, “যদি তোমরা সত্যিই মনে প্রাণে প্রভুর কাছে ফিরে আসো তাহলে ভিন-দেশী অন্যান্য মূর্ত্তিকে অবশ্যই তোমাদের ফেলে দিতে হবে। অষ্টারোতের সমস্ত মূর্ত্তিকে ছুঁড়ে ফেলে দিতে হবে। প্রভুর সেবায় অবশ্যই তোমাদের সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করতে হবে। তোমাদের শুধু মাত্র প্রভুরই সেবা করতে হবে। তাহলেই তিনি তোমাদের পলেষ্টীয়দের হাত থেকে রক্ষা করবেন।”