ইয়োব 10:11 - পবিত্র বাইবেল11 আপনি আমার হাড় ও পেশী একত্রিত করেছেন। তারপর আপনিই চামড়া ও মাংস দিয়ে তা আবৃত করেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তুমি আমাকে চামড়া ও মাংসে সজ্জিত করেছ, অস্থি ও শিরা দিয়ে আমাকে বুনেছ; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 চর্ম-মাংস দিয়ে আমাকে আচ্ছাদিত করোনি এবং অস্থি ও মাংসপেশী দিয়ে আমাকে একসঙ্গে সংযুক্ত করোনি? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 অস্থি ও শিরা উপশিরা দিয়ে তুমি আমায় গঠন করেছ, মাংসপেশী ও চর্ম দিয়ে আবৃত করেছ আমার দেহ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তুমি আমাকে চর্ম্ম ও মাংস পরিহিত করিয়াছ, অস্থি ও শিরা দিয়া আমাকে বুনিয়াছ; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 তুমি আমায় চামড়া এবং মাংস দিয়ে ঢেকেছ এবং হার ও শিরা দিয়ে আমায় বুনেছো। অধ্যায় দেখুন |