ইষ্রা 8:1 - পবিত্র বাইবেল1 রাজা অর্তক্ষস্তের রাজত্বকালে যে সব পরিবারের প্রধানরা আমার সঙ্গে বাবিল থেকে জেরুশালেমে এসেছিলেন নীচে তাঁদের নামের তালিকা দেওয়া হল: অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 বাদশাহ্ আর্টা-জারেক্সের রাজত্বকালে তাদের পিতৃকুলপতিরা আমার সঙ্গে ব্যাবিলন থেকে প্রস্থান করলো, তাদের নাম ও খান্দাননামা এই: অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 সম্রাট অর্তক্ষস্তের রাজত্বের সময়ে ব্যাবিলন থেকে যে সমস্ত গোষ্ঠীপতি ও তাদের বংশোদ্ভূতেরা আমার সঙ্গে এসেছিলেন তারা হলেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সম্রাট অর্তক্ষস্তের রাজত্বকালে ব্যাবিলনে নির্বাসিত ইসরায়েলীদের গোষ্ঠী প্রধান ও তাদের দলভুক্ত যারা আমার সঙ্গে জেরুশালেমে ফিরে এসেছিল, তাদের নামের তালিকা: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 অর্তক্ষস্ত রাজার রাজত্বকালে তাহাদের যে পিতৃকুলপতিরা আমার সহিত বাবিল হইতে প্রস্থান করিল, তাহাদের নাম ও বংশাবলি এই। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 অর্তক্ষস্ত রাজার রাজত্বকালে তাদের যে পূর্বপুরুষদের প্রধানেরা আমার সঙ্গে বাবিল থেকে গেল, তাদের নাম ও বংশাবলি এই৷ অধ্যায় দেখুন |
তারা বিশেষ কাজের জন্য মনোনীত হয়েছিল। তারা তাদের আত্মীয় হারোনের উত্তরপুরুষদের যাজকদের মতো ঘুঁটি চালতো। তারা লেবীয়র রাজা দায়ূদ, সাদোক অহীমেলক এবং যাজক ও লেবীয় পরিবারের নেতাদের সামনে ঘুঁটি চেলে ঠিক করতেন যে কে কি কাজ করবে। কাজের ভার দেবার সময় বড় পরিবার ও ছোট পরিবারগুলির সঙ্গে একই রকম ব্যবহার করা হত।