ইষ্রা 2:70 - পবিত্র বাইবেল70 এই কাজের জন্য যাজকগণ, লেবীয় ও অন্যান্য ব্যক্তিরা জেরুশালেমের কাছাকাছি অঞ্চলে বসতি স্থাপন করল। এই দলের মধ্যে মন্দিরের দ্বাররক্ষী, গায়কবর্গ, ও সেবাদাসরা ছিল। ইস্রায়েলের অন্যান্য ব্যক্তিরা তাদের নিজ নিজ শহরে বাসা বাঁধলো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস70 পরে ইমাম, লেবীয় ও অন্য কোন কোন লোক এবং গায়ক, দ্বারপাল ও নথীনীয়েরা নিজের নিজের নগরে এবং সমস্ত ইসরাইল যার যার নগরে বাস করতে লাগল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ70 যাজকেরা, লেবীয়েরা, গায়কেরা, দ্বাররক্ষীরা এবং মন্দিরের দাসেরা অন্যান্য কিছু লোকের, এবং অবশিষ্ট ইস্রায়েলীদের সঙ্গে নিজের নিজের নগরে বসবাস করতে লাগল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)70 যাজক, লেবীয় আর অন্যান্য কয়েকজন জেরুশালেমে বা তার কাছাকাছি স্থানে, গায়কবাদক, মন্দিরের প্রহরীগণ ও তার সেবকেরা নিকটবর্তী শহরে এবং অবশিষ্ট ইসরায়েলীরা, তাদের পুর্বপুরুষেরা যে শহরে বাস করত সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)70 পরে যাজকেরা, লেবীয়েরা ও [অন্য] কোন কোন লোক এবং গায়কেরা, দ্বারপালেরা ও নথীনীয়েরা আপন আপন নগরে, এবং সমস্ত ইস্রায়েল আপন আপন নগরে বাস করিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী70 পরে যাজকেরা, লেবীয়েরা ও অন্যান্য লোকেরা এবং গায়কেরা, দারোয়ানরা ও নথীনীয়েরা নিজেদের নগরে এবং সমস্ত ইস্রায়েল নিজেদের নগরে বাস করল৷ অধ্যায় দেখুন |
এই কুষ্ঠরোগীরা তখন এসে শহরের প্রহরীদের ডাকাডাকি শুরু করল। তারা প্রহরীদের বলল, “আমরা অরামীয়দের শিবিরে গিয়েছিলাম, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলাম না। এমন কি কারো কোন সাড়া-শব্দ অবধি পেলাম না। কোন লোক জন সেখানে নেই। কিন্তু তাঁবুর ভেতরে ঘোড়া, গাধা যেমনকার তেমন বাঁধা আছে। অথচ লোক জন কেউ নেই, সব ফাঁকা।”