Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:55 - পবিত্র বাইবেল

55 শলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা ছিল: সোটয়, হসসোফেরত ও পরূদা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

55 সোলায়মানের গোলামদের সন্তানবর্গ; সোটয়ের সন্তান, হস্‌সোফেরতের সন্তান, পরূদার সন্তান;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

55 শলোমনের দাসদের বংশধর: সোটয়, হস্‌সোফেরত, পরূদা,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

55-57 শলোমনের দাসদের বংশজাত যারা ফিরে এসেছিল, তাদের তালিকা: সোটয়, হস্‌সোফেরৎ, পরূদা, যালা, দর্কোণ, গিদ্দেল, শফটিয়, হটীল, পোখেরৎ, হৎসবায়ীম ও আমীর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

55 শলোমনের দাসদের সন্তানবর্গ; সোটয়ের সন্তান, হস্‌সোফেরতের সন্তান, পরূদার সন্তান;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

55 শলোমনের দাসদের বংশধররা; সোটয়ের বংশধর, হসসোফেরতের বংশধর, পরূদার বংশধর;

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:55
6 ক্রস রেফারেন্স  

ইস্রায়েলীয়রা তাদের বিনষ্ট করতে পারে নি। কিন্তু শলোমন তাদের ক্রীতদাস হিসেবে কাজ করতে বাধ্য করান। তারা এখনও ক্রীতদাস হিসেবেই আছে।


শলোমনের উত্তরপুরুষ দাসদের মধ্যে: সোটয়, সোফেরৎ‌ ও পরীদার বংশধরবর্গ,


নৎ‌সীহ ও হটীফার সন্তানরা।


যালা, দর্কোন ও গিদ্দেল,


দেশে ইস্রায়েলীয় ছাড়াও ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয় প্রভৃতি অনেক বাসিন্দা বাস করত।


আমি পুরুষ ও স্ত্রী ক্রীতদাস কিনেছিলাম এবং আমি যখন তাদের মালিকানা পেলাম তখন তাদের ছেলেমেয়ে ছিল। আমার অনেক ঐশ্বর্য ছিল। আমার অনেক গরু ও মেষের পাল ছিল। আমি এত ধনী ছিলাম যে সে রকম ধনী জেরুশালেমে কেউ ইতিপূর্বে ছিল না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন