ইষ্রা 2:36 - পবিত্র বাইবেল36 যাজকদের মধ্যে ছিলেন: যেশূয় পরিবারের যিদয়িয়ের উত্তরপুরুষ 973 অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 ইমামেরা; যেশূয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান নয়শো তিয়াত্তর জন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 যাজকবর্গ: (যেশূয়ের বংশের মধ্যে) যিদয়িয়ের বংশধর, 973 জন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36-39 যাজকীয় গোষ্ঠীজাত যারা ফিরে এসেছিল তাদের তালিকা: যিদয়িয়—(যেশূয় বংশজাত)—973 ইম্মের—1,052 পশহূর—1,247 হারীম—1,017 অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 যাজকবর্গ; যেশূয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান নয় শত তিয়াত্তর জন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী36 যাজকেরা; যেশূয় বংশের মধ্যে যিদয়িয়ের বংশধর নয়শো তেয়াত্তর জন৷ অধ্যায় দেখুন |
এছাড়াও অবশিষ্ট সমস্ত বাসিন্দা, যাজকগণ, লেবীয়বর্গ, দ্বাররক্ষীরা ও গায়করা সকলে, যারা অন্যান্য ভিন দেশী জাতিদের থেকে নিজেদের আলাদা রেখেছিল এবং তাদের স্ত্রী-ছেলেমেয়ে, যেখানে যত জ্ঞানবুদ্ধিসম্পন্ন লোক আছে তারা সকলে মিলে একসঙ্গে প্রতিশ্রুতি করল যে মোশির মাধ্যমে প্রভু, আমাদের ঈশ্বর তাদের জন্য যে বিধি পাঠিয়েছেন—সেই সমস্ত শিক্ষা ও নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করবে এবং তারা ঈশ্বরের বিধিসমূহ পালন না করলে তারা সেই অভিশাপটি গ্রহণ করবে যার থেকে তাদের অমঙ্গল হবে।