Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:3 - পবিত্র বাইবেল

3 পরোশের উত্তরপুরুষ 2172

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 পরোশের সন্তান দুই হাজার এক শত বাহাত্তর জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 পরোশের বংশধর, 2,172 জন;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3-20 পরোশ—2,172 শফটিয়—372 আরহ—775 গহৎ মোয়াব—(যেশূয় ও যোয়াবের বংশধর)—2,812 এলম—1,254 সত্তু—945 সক্কয়—760 বাণী—642 বেবয়—623 অস্‌গদ—1,222 অদোনীকাম—666 বিগবয়—2,056 আদীন—454 আটের—(যিহিদিয়ের বংশজাত)—98 বেৎসয়—323 যোরাহ—112 হশুম—223 গিব্বর—95

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পরোশের সন্তান দুই সহস্র এক শত বাহাত্তর জন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পরোশের বংশধরদের সংখ্যা দুই হাজার একশো বাহাত্তর জন৷

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:3
8 ক্রস রেফারেন্স  

শখনিয়ের উত্তরপুরুষদের মধ্যে পরোশ, সখরিয় ও আরো 150 জন পুরুষ;


ইস্রায়েলীয়দের মধ্যে: পরিয়োসের উত্তরপুরুষদের মধ্যে রমিয়, যিষিয়, মল্কিয়, মিয়ামীন, ইলিয়াসর, মল্কিয় ও বনায়;


পরোশের উত্তরপুরুষ 2172


এরা সকলে সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিলশন, মিস্পর, বিগরয়, রহূম ও বানাদের সঙ্গে প্রত্যাবর্তন করল। যারা ইস্রায়েলে ফিরেছিল তাদের তালিকাটি নিম্নরূপ:


শফটিয়ের উত্তরপুরুষ 372


রাজা অর্তক্ষস্তের রাজত্বকালে যে সব পরিবারের প্রধানরা আমার সঙ্গে বাবিল থেকে জেরুশালেমে এসেছিলেন নীচে তাঁদের নামের তালিকা দেওয়া হল:


উষযের পুত্র পালল দেওয়ালের বাঁকে স্তম্ভের কাছে যেটি উচ্চ প্রাসাদ থেকে বেরিয়ে এসেছে, যেটি আবার রাজার প্রহরীর উঠোনের কাছে অবস্থিত সেই খানে দেওয়াল তুলল। পরোশের পুত্র পদায় পাললের পরে কাজ করল।


বুন্নি, অস‌্গদ, বেবয়,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন