Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 9:7 - পবিত্র বাইবেল

7 ইহুদীরা হত্যা করেছিল পর্শন্দাথ, দল্‌ফোন, অস্পাথ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর পর্শন্দাথঃ দল্‌ফোন, অস্পাথঃ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তারা পর্শন্দাথঃ, দলফোন, অস্পাথঃ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7-10 যাদের তারা বধ করেছিল তাদের মধ্যে ইহুদীদের শত্রু হম্মদাথার পুত্র হামানের এই দশ পুত্র ছিল—পর্শন্দাথঃ, দলফোন, অস্পাথা, পোরাথঃ, অদলিয়, অরীদাথ, পর্মস্ত, অরীষয়, অরীদয়, আর বরিষার্থ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর পর্শন্দাথঃ দল্‌ফোন,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আর পর্শন্দাথঃ, দল্‌ফোন, অসপাথঃ,

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 9:7
4 ক্রস রেফারেন্স  

তারপর তিনি কত বড়লোক তা নিয়ে, তাঁর পুত্রদের সংখ্যা নিয়ে ও রাজা তাঁকে কিভাবে খাতির করেন তা নিয়ে বড়াই করতে শুরু করলেন। রাজা যে তাঁকে রাজ্যের সর্বোচ্চ পদটি দিয়েছেন একথাও তিনি জানাতে ভুললেন না।


শুধু রাজধানী শূশনেই ইহুদীরা 500 ব্যক্তিকে হত্যা করেছিল।


পোরাথ, অদলিয়, অরীদাথ, পর্মস্ত, অরীষয়, অরীদয় এবং বয়িষাথকে।


সেই জন্যই প্রভু, তোমাদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন, সেই দেশের চারদিকের সমস্ত শত্রু হতে তিনি তোমাদের বিশ্রাম দিলে পর তোমরা পৃথিবী থেকে অমালেকীয়দের স্মৃতি লোপ করবে। একাজ করতে ভুলো না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন