ইষ্টের 9:21 - পবিত্র বাইবেল21 প্রতি বছর অদর মাসের 14 ও 15 তারিখ পূরীম উৎসব উদ্যাপন করার অনুরোধ জানিয়ে মর্দখয় ইহুদীদের চিঠি লিখলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 যেন তারা বছর বছর অদর মাসের চতুর্দশ ও সেই মাসের পঞ্চদশ দিন পালন করে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 যেন তারা অদর মাসের চোদ্দ ও পনেরো দিন দুটি পালন করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 যেন তারা প্রতি বছর অদর মাসের চোদ্দ ও পনেরাে তারিখে এই উৎসব পালন করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 যেন তাহারা বৎসর বৎসর অদর মাসের চতুর্দ্দশ ও সেই মাসের পঞ্চদশ দিন পালন করে, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তিনি তাদের আদেশ দিলেন যেন তারা প্রতি বছর অদর মাসের চৌদ্দ ও পনেরো দিন দুইটি পালন করে। অধ্যায় দেখুন |
ইহুদীদের ওই দিন দুটি পালন করতে বলা হল কারণ ওই দিনে ইহুদীরা তাদের শত্রুদের হাত থেকে রক্ষা পেয়েছিল। তাছাড়াও, ওই মাসটি ছিল উৎসব পালনের একটি বিশেষ মাস, যেহেতু তাদের দুঃখ ও বিষাদ, আনন্দ ও খুশির উৎসবে পরিণত হয়েছিল। মর্দখয় ওই দুটি দিনকে সর্বসাধারণ ছুটির দিন হিসেবে ভোজসভার মাধ্যমে পালন করতে এবং একে অপরকে ও দীন-দুঃখীকে উপহার দিয়ে পালন করতে লিখেছিলেন।