ইষ্টের 9:11 - পবিত্র বাইবেল11 রাজা যখন সেদিন রাজধানী শূশনে কত জনকে হত্যা করা হয়েছে জানতে পারলেন অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 যারা শূশন রাজধানীতে হত হল, তাদের সংখ্যা সেদিন বাদশাহ্র কাছে আনা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 শূশনের দুর্গে যাদের মেরে ফেলা হয়েছিল তাদের সংখ্যা সেদিনই রাজাকে জানানো হয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 সেই একই দিনে শুশনে যত লোককে হত্যা করা হয়েছিল তার সংখ্যা রাজাকে জানান হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 যাহারা শূশন রাজধানীতে হত হইল, তাহাদের সংখ্যা সেই দিন রাজার কাছে আনীত হইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 শূশনের রাজধানীতে যাদের মেরে ফেলা হয়েছিল তাদের সংখ্যা সেই দিন ই রাজার কাছে আনা হল। অধ্যায় দেখুন |