ইষ্টের 5:13 - পবিত্র বাইবেল13 কিন্তু এসব সত্ত্বেও আমি খুশি হতে পারছি না। যতক্ষণ ওই ইহুদী মর্দখয়টাকে রাজদ্বারের কাছে বসে থাকতে দেখবো ততক্ষণ আমার পক্ষে খুশী হওয়া সম্ভব নয়।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 কিন্তু যে পর্যন্ত আমি রাজদ্বারে উপবিষ্ট ইহুদী মর্দখয়কে দেখতে পাই, সেই পর্যন্ত এ সমস্তেও আমার শান্তি বোধ হয় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 কিন্তু যখনই ওই ইহুদি মর্দখয়কে রাজবাড়ির দ্বারে বসে থাকতে দেখি তখন এই সবেতেও আমাকে কোনও শান্তি দেয় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 কিন্তু রাজদ্বারে ইহুদী মর্দখয়কে বসে থাকতে দেখলেই আমার আনন্দ ম্লান হয়ে যায়, আমার সব শান্তি নষ্ট হয়ে যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কিন্তু যে পর্য্যন্ত আমি রাজদ্বারে উপবিষ্ট যিহূদী মর্দখয়কে দেখিতে পাই, সে পর্য্যন্ত এই সকলেতেও আমার শান্তি বোধ হয় না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 কিন্তু যে পর্যন্ত আমি রাজবাড়ির দরজায় বসে থাকা যিহূদী মর্দখয়কে দেখতে পাই, সে পর্যন্ত এই সব কিছুতে আমার শান্তি হয় না।” অধ্যায় দেখুন |