ইষ্টের 3:9 - পবিত্র বাইবেল9 “রাজার প্রতি আমার বিনীত নিবেদেন: আমার পরামর্শ হল, এইসব লোকদের শেষ করে দেওয়ার জন্য আপনি নির্দেশ দিন। আর আমি রাজ কোষাগারে 10,000 রৌপ্যমুদ্রা জমা দেবো।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 যদি বাদশাহ্র অভিমত হয়, তবে তাদেরকে বিনষ্ট করতে লেখা যাক; তাতে আমি রাজ-ভাণ্ডারে রাখার জন্য কার্যকারী লোকদের হাতে দশ হাজার তালন্ত রূপা দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 মহারাজের যদি ভালো মনে হয়, তবে তাদের ধ্বংস করে ফেলার জন্য একটি হুকুম জারি করা হোক, তাতে আমি রাজভাণ্ডারে রাখার জন্য এই কাজের উদ্দেশে যারা কার্যকারী তাদের জন্য 10,000 তালন্ত রুপো দেব।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 আপনি যদি অনুমতি দেন তাহলে বলি, হে মহারাজ, তাদের মৃত্যুদণ্ড দিতে একটি আদেশ জারী করুন। এই রকম আদেশ জারী হলে আমি রাজকার্য পরিচালনার জন্য রাজভাণ্ডারে 10,000 তালন্ত রূপো দেব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 যদি মহারাজের অভিমত হয়, তবে তাহাদিগকে বিনষ্ট করিতে লেখা যাউক; তাহাতে আমি রাজ-ভাণ্ডারে রাখিবার জন্য কার্য্যকারী লোকদের হস্তে দশ সহস্র তালন্ত রৌপ্য দিব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 যদি মহারাজের ইচ্ছে হয়, তবে তাদেরকে ধ্বংস করতে লেখা হোক; তাতে আমি রাজ কোষাগারে রাখবার জন্য সঠিক লোকদের হাতে দশ হাজার তালন্ত রূপা দেব।” অধ্যায় দেখুন |