ইষ্টের 2:4 - পবিত্র বাইবেল4 তারপর রাজা তাদের মধ্যে একজনকে রাণী বষ্টীর (শূন্য) পদে অভিষিক্ত করবেন।” রাজার এই প্রস্তাব মনে ধরায় তিনি এতে সম্মত হলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 পরে বাদশাহ্র দৃষ্টিতে যে কন্যা উৎকৃষ্ট হবেন, তিনি বষ্টীর পদে রাণী হোন। তখন এই কথা বাদশাহ্র তুষ্টিকর হওয়াতে তিনি সেই অনুসারে করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তারপর মহারাজকে যে কুমারী মেয়ে সন্তুষ্ট করতে পারবে তাকে বষ্টীর পরিবর্তে রানি করা হোক।” এই পরামর্শ রাজার কাছে ভালো লাগল, এবং তিনি সেইমতই কাজ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তারপর রূপসী কন্যাদের মধ্যে যিনি আপনার দৃষ্টিতে সর্বোত্তম বলে বিবেচিত হবেন তাঁকে বষ্টীর স্থানে রাজমহিষীরূপে বরণ করা হোক। রাজা এই কথায় খুশী হয়ে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 পরে মহারাজের দৃষ্টিতে যে কন্যা উৎকৃষ্ট হইবেন, তিনি বষ্টীর পদে রাণী হউন। তখন এই কথা রাজার তুষ্টিকর হওয়াতে তিনি তদনুসারে করিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 পরে মহারাজের চোখে যে মেয়ে ভালো হবেন, তিনি বষ্টীর পদে রাণী হোন। তখন এই কথা রাজার ভালো মনে হওয়াতে তিনি সেরকমই করলেন। অধ্যায় দেখুন |