ইব্রীয় 10:8 - পবিত্র বাইবেল8 প্রথমে তিনি বললেন, “বলিদান, নৈবেদ্য, হোমবলি ও পাপার্থক বলি তুমি চাও নি; আর তাতে তুমি প্রীত হও নি।” (যদিও সেইসব বিধি-ব্যবস্থা অনুসারে উৎসর্গ করা হয়।) অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 উপরে তিনি বলেন, “কোরবানী, নৈবেদ্য, পোড়ানো-কোরবানী ও গুনাহ্-কোরবানী তুমি চাও নি এবং তাতে প্রীতও হও নি”— অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 প্রথমে তিনি বলেছিলেন, “বিভিন্ন বলিদান ও নৈবেদ্য এবং হোম ও পাপার্থক বলিদান তুমি চাওনি, তাতে তুমি প্রসন্নও ছিলে না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 প্রথমে তিনি বলেছেন, ‘বলিদান, নৈবেদ্য, পূর্ণাহুতি কিম্বা পাপস্খালক বলি তুমি চাওনি, তাতে তোমার সন্তোষ নেই’ (যদিও এ সবই বিধিব্যবস্থা অনুযায়ী উৎসর্গ করা হয়)। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 উপরে তিনি কহেন, “যজ্ঞ, নৈবেদ্য, হোম ও পাপার্থক বলিদান তুমি ইচ্ছা কর নাই, এবং তাহাতে প্রীতও হও নাই”—এই সকল ব্যবস্থানুসারে উৎসৃষ্ট হয় অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 উপরে তিনি বলেন, “বলিদান, উপহার, হোম ও পাপার্থক বলি তুমি চাওনি এবং তাতে সন্তুষ্টও হওনি” এই সব নিয়ম অনুসারে উৎসর্গ হয় অধ্যায় দেখুন |