Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 10:6 - পবিত্র বাইবেল

6 তুমি হোমে ও পাপার্থক বলিদান উৎসর্গে প্রীত নও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 পোড়ানো কোরবানী ও গুনাহ্‌- কোরবানীতে তুমি প্রীত হও নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 হোমবলি বা পাপার্থক বলি তুমি চাওনি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 পূর্ণাহুতি ও পাপস্খালত বলিতেসন্তোষ নেই তোমার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 হোমে ও পাপার্থক বলিদানে তুমি সন্তুষ্ট হওনি।”

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 10:6
9 ক্রস রেফারেন্স  

স্বর্গ থেকে একটি স্বর শোনা গেল, সেই স্বর বলল, “এই আমার প্রিয় পুত্র, এর প্রতি আমি অত্যন্ত প্রীত।”


“তোমাদের মধ্যে কেউ মন্দিরের দরজা বন্ধ করে দিক্ যাতে তোমরা আমার বেদীর ওপর অকেজো আলো জ্বালাতে না পারো। আমি তোমাদের ওপর সন্তুষ্ট নই এবং আমি তোমাদের হাত থেকে কোন নৈবেদ্য নেবো না।” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন।


আমার যা প্রয়োজন সে সব কিছুই আমার আছে, বলতে কি প্রয়োজনের অতিরিক্ত আছে। তোমরা ইপাফ্রদীতের মারফৎ যে উপহার আমাকে পাঠিয়েছ, তাতে আমার সব অভাব মিটেছে। তোমাদের সেই উপহার ঈশ্বরের কাছে প্রীতিজনক ও গ্রহণযোগ্য সুরভিত অর্ঘ্যের মত।


ভালবাসাপূর্ণ জীবনযাপন কর। খ্রীষ্ট আমাদের যেমন ভালবেসেছেন তেমনি করে অপরকে ভালবাস। খ্রীষ্ট আমাদের জন্য নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভযুক্ত বলিরূপে উৎসর্গ করলেন।


যারা তাঁর উপাসনা করে তাদের নিয়েই প্রভু সুখী। যারা তাঁর প্রকৃত প্রেমে বিশ্বাস রাখে ঈশ্বর তাদের নিয়েই খুশী হন।


কারণ বৃষের কি ছাগের রক্ত পাপ দূর করতে পারে না।


শমূয়েল বলল, “কিন্তু প্রভু কিসে সবচেয়ে বেশী খুশী হন? হোমবলিতে না তাঁর আদেশ পালনে? বলির চেয়ে তাঁর আদেশ পালন করাই শ্রেয়। ভেড়ার চর্বি উৎসর্গ করার চেয়ে ঈশ্বরের বাধ্য হওয়া অনেক ভালো।


আপনি আমাকে প্রকৃত সত্য বাণী শোনবার কান দিয়েছেন। হে প্রভু আপনি আমাকে এটা বুঝতে দিয়েছেন। আপনি প্রকৃতপক্ষে উৎসর্গ বা শস্য নৈবেদ্য কোনটাই চান নি। আপনি আসলে হোমবলি এবং পাপমোচনের নৈবেদ্যও চান না। কিন্তু আপনি যা চান তা হল অন্য আরো কিছু।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন