ইব্রীয় 10:35 - পবিত্র বাইবেল35 তাই অতীতে তোমাদের যে সাহস ছিল তা হারিও না, কারণ সেই সাহসের জন্য তোমরা পুরস্কৃত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করো না, যা মহা পুরস্কারযুক্ত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 তাই তোমরা তোমাদের নির্ভরতা ত্যাগ কোরো না, তা পর্যাপ্ত পরিমাণে পুরস্কৃত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 সেইজন্যই তোমরা সাহস হারিও না কারণ এর জন্য রয়েছে মহামূল্য পুরস্কার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না, যাহা মহাপুরস্কারযুক্ত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 অতএব তোমাদের সেই সাহস ত্যাগ কোরো না, যা মহাপুরস্কারযুক্ত। অধ্যায় দেখুন |