ইব্রীয় 10:2 - পবিত্র বাইবেল2 বিধি-ব্যবস্থা যদি পারত, তবে ঐ বলিদান কি শেষ হত না? কারণ যারা উপাসনা করে তারা যদি একবার শুচি হয় তবে তাদের পাপের জন্য নিজেকে আর দোষী ভাববার প্রয়োজন নেই। কিন্তু বিধি-ব্যবস্থা তা করতে সক্ষম নয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 যদি পারতো, তবে ঐ কোরবানী কি শেষ হত না? কেননা এবাদতকারীরা একবার পাক-পবিত্র হলে তাদের কোন গুনাহ্-বিবেক আর থাকতো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 যদি তা পারত, তাহলে সেগুলি উৎসর্গ করা কি বন্ধ হয়ে যেত না? কারণ উপাসকেরা চিরকালের মতো একবারেই শুচিশুদ্ধ হত, তাদের পাপের জন্য আর অপরাধবোধ করত না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 যদি তা পারত তবে সেই বলিদান কি বন্ধ হত না? কারণ উপাসকেরা একবার সম্পূর্ণভাবে শুচি হলে পাপ সম্পর্কে কোন চেতনা তাদের আর থাকত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 যদি পারিত, তবে ঐ যজ্ঞ কি শেষ হইত না? কেননা আরাধনাকারীরা একবার শুচীকৃত হইলে তাহাদের কোন পাপ-সংবেদ আর থাকিত না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 যদি পারত, তবে ঐ বলিদান কি শেষ হত না? কারণ উপাসনাকারীরা একবার পবিত্র হলে তাদের কোন পাপের বিবেক আর থাকত না। অধ্যায় দেখুন |