ইফিষীয় 5:21 - পবিত্র বাইবেল21 স্বেচ্ছায় তোমরা একে অপরের কাছে নত থাক। খ্রীষ্টের প্রতি তোমাদের শ্রদ্ধার জন্য তা কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 মসীহের প্রতি ভক্তিপূর্ণ ভয়ে পরস্পরের প্রতি অনুগত হও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 খ্রীষ্টের জন্য সম্ভ্রমবশত একে অপরের বশীভূত হও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 খ্রীষ্টের প্রতি সম্ভ্রমে একে অন্যের অনুগত হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 খ্রীষ্টের ভয়ে এক জন অন্য জনের বশীভূত হও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 খ্রীষ্টের ভয়ে একজন অন্য জনের বাধ্য হও। অধ্যায় দেখুন |
তোমাদের নেতাদের আদেশ মেনে চলো, তাঁদের কর্তৃত্ত্বের অধীন হও, কারণ তোমাদের আত্মাকে নিরাপদে রাখার জন্য তাঁরা সতর্ক দৃষ্টি রাখছেন। তাঁদের কথা মেনে চলো কারণ তাঁদের এব্যাপারে হিসেব নিকেশ করতে হবে, যাতে তাঁরা আনন্দে এই কাজ করতে পারেন, যন্ত্রণা ও দুঃখ নিয়ে নয়। তাঁদের কাজকে কঠিন করে তুললে তোমাদের লাভ হবে না।