ইফিষীয় 5:10 - পবিত্র বাইবেল10 প্রভু কিসে সন্তুষ্ট হন তোমাদের তা শেখা উচিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 কিসে প্রভু প্রীত হন তা জানতে চেষ্টা কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 প্রভু কোন কাজে সন্তুষ্ট হন, তা বোঝার চেষ্টা করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 কোন কাজে প্রভু সন্তুষ্ট হন তা জানার চেষ্টা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 প্রভুর প্রীতিজনক কি, তাহার পরীক্ষা কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 প্রভুর সন্তোষজনক কি, তার পরীক্ষা কর। অধ্যায় দেখুন |
তোমরা কি মনে কর ঐসব বিশেষ দিনে আমি চাই তোমরা উপবাস করে নিজেদের শরীরকে কষ্ট দাও? তোমরা কি মনে কর, আমি তোমাদের দুঃখী দেখতে চাই? তোমরা কি মনে কর আমি তোমাদের একটি ঘাসের মত মাথা নোয়াতে চাই? তোমরা কি মনে কর আমি তোমাদের শোকবস্ত্র পরাতে চাই? তোমরা কি মনে কর যে আমি চাই লোকরা ছাইয়ের ওপরে বসে তাদের দুঃখ দেখাক? খাবার না খেয়ে তোমরা তোমাদের বিশেষ দিনে তাই করো। তোমরা কি ভাবো যে সত্যিই প্রভু এসব চান?