আমোষ 6:7 - পবিত্র বাইবেল7 ওই লোকরা এখন তাদের শয্যায় শরীর এলিয়ে দিয়েছে। কিন্তু তাদের সুসময় শেষ হবে। তাদের বন্দী হিসাবে বিদেশী রাজ্যে নিয়ে যাওয়া হবে। এবং তারাই হবে প্রথম নিয়ে যাওয়া বন্দী লোকের দল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 এজন্য এখন তারা প্রথম নির্বাসিত লোকদের সঙ্গে নির্বাসিত হবে ও আরামে শয়নকারীদের আনন্দ-চিৎকার শেষ হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 সেই কারণে, তোমরাই সর্বপ্রথমে নির্বাসিত হবে, তোমাদের ভোজপর্ব ও আলস্য শয়নের পরিসমাপ্তি ঘটবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তোমরাই প্রথমে যাবে নির্বাসনে, আরামপ্রিয় বিলাসীদের হৈ-হল্লা স্তব্ধ হবে চিরতরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 এই জন্য এখন তাহারা প্রথম নির্ব্বাসিত লোকদের সহিত নির্ব্বাসিত হইবে, ও গাত্রলম্বকারীদের হর্ষনাদ লুপ্ত হইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তাই তারা এখন প্রথম বন্দী হিসাবে যাবে এবং যারা অলসভাবে শুয়ে থাকে তাদের উত্সব দূর হবে। অধ্যায় দেখুন |