আমোষ 5:5 - পবিত্র বাইবেল5 কিন্তু বৈথেলের দিকে তাকিও না। গিল্গলে যেও না। সীমান্ত পেরিও না এবং বের্-শেবাতে যেও না। গিল্গলবাসীদের কয়েদী হিসাবে নিয়ে যাওয়া হবে এবং বৈথেল ধ্বংস হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 কিন্তু বেথেলের খোঁজ করো না, গিল্গলে প্রবেশ করো না ও বের্শেবাতে যেও না; কেননা গিল্গল অবশ্য নির্বাসিত হবে, বেথেল অসার হয়ে পড়বে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 বেথেলের অন্বেষণ কোরো না, তোমরা গিল্গলে যেয়ো না, বের-শেবা পর্যন্ত যাত্রা কোরো না। কারণ গিল্গল অবশ্যই নির্বাসিত হবে, বেথেল অসার প্রতিপন্ন হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 বেথেলে কোনও কিছুর সন্ধানে যেও না, প্রবেশ করো না গিল্গলে, কিম্বা বের-শেবাতেও যেও না,কারণ গিল্গল নির্বাসিত হবে, বেথেলেরও থাকবে না কোনও চিহ্ন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 কিন্তু বৈথেলের অন্বেষণ করিও না, গিল্গলে প্রবেশ করিও না, ও বেরশেবাতে যাইও না; কেননা গিল্গল অবশ্য নির্ব্বাসিত হইবে, বৈথেল অসার হইয়া পড়িবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 বৈথেলে খুঁজো না; গিলগলে প্রবেশ করো না; বের-শেবাতে যেও না। গিলগল অবশ্যই বন্দী হয়ে অন্য দেশে যাবে এবং বৈথেলের শোক হবে। অধ্যায় দেখুন |
সে সময় যাজকরা যিহূদার বিভিন্ন শহরে ছড়িয়ে বসবাস করত এবং জেরুশালেমে প্রভুর মন্দিরের বেদীতে বলিদান না করে মূর্ত্তিসমূহের জন্য সর্বত্র বানানো উঁচু বেদীগুলোয় বলিদান করতো ও ধুপধূনো দিত। গেবা থেকে বের্শেবা পর্যন্ত সব জায়গাতেই এই বেদীগুলো ছিল। যাজকরা জেরুশালেমের মন্দিরে তাদের জন্য নির্দিষ্ট জায়গার পরিবর্তে সাধারণ লোকদের সঙ্গে যেখানে খুশী বসে খামিরবিহীন রুটি খেত। যোশিয় সমস্ত যাজকদের জেরুশালেমে আসতে বাধ্য করে, সমস্ত উঁচু বেদী, নগরদ্বারের বাঁ পাশের যাবতীয় বেদী সবই ভেঙে দিয়েছিলেন।