আমোষ 3:3 - পবিত্র বাইবেল3 একমত না হলে দুজন লোক কখনোই হাঁটতে পারবে না! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 একপরামর্শ না হলে দুই ব্যক্তি কি একসঙ্গে চলে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 দুজন মানুষ এক পরামর্শ না হলে তারা কি পথে একসঙ্গে চলতে পারে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 একত্র না হয়ে কেউ কি একসাথে পথ চলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 একপরামর্শ না হইলে দুই ব্যক্তি কি একসঙ্গে চলে? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 দুই জন কি একসঙ্গে চলে যতক্ষণ না তারা একমত হয়? অধ্যায় দেখুন |
শমরিয়ার পর্বতে বাশনের যে গাভীরা চরে বেড়াচ্ছে তোমরা শোন। শমরিয়ার ধনী নারীদের কথাই বলা হচ্ছে। বাশন যর্দ্দন নদীর পূর্বতীরে অবস্থিত একটি জায়গা। এই অঞ্চলের বড় বড় ষাঁড় ও গরু বিখ্যাত। তোমরা গরীবদের আঘাত করছ। তোমরা ওই গরীব মানুষদের সর্বনাশ করছ। তোমরা তোমাদের স্বামীদের বলছ, “আমাদের জন্য কিছু পানীয় আনো।”