আদিপুস্তক 49:27 - পবিত্র বাইবেল27 “বিন্যামীন ক্ষুধার্ত নেকড়ে। সকালে সে শিকার করে খেতে বসে। বিকালে যা পড়ে থাকে তা ভাগ করে নেয়।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 বিন্ইয়ামীন হিংস্র নেকড়ের মত; সকালে সে শিকারের পশু খাবে, সন্ধ্যাকালে সে লুণ্ঠিত দ্রব্য ভাগ করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 “বিন্যামীন এক বুভুক্ষু নেকড়ে; সকালবেলায় সে শিকার গ্রাস করে, সন্ধ্যাবেলায় সে লুন্ঠিত জিনিসপত্র ভাগবাঁটোয়ারা করে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 বিন্যামীন যেন হিংস্র নেকড়ে বাঘ সকালে সে গ্রাস করে শিকার, সন্ধ্যায় ভাগ করে নেয় লুঠের অংশ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 বিন্যামীন বিদারক নেকড়িয়ার তুল্য; প্রাতঃকালে সে শিকার ভক্ষণ করিবে, সন্ধ্যাকালে সে লুট দ্রব্য বন্টন করিবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 বিন্যামীন ক্ষুধার্ত নেকড়ের সমান; সকালে সে শিকার খাবে, সন্ধ্যাকালে সে লুটের জিনিস ভাগ করবে। অধ্যায় দেখুন |
তারা ঈশ্বরের বিরুদ্ধে চলে গিয়েছে। তাই বন থেকে এক সিংহ এসে তাদের আক্রমণ করবে। মরুভূমি থেকে এক নেকড়ে বাঘ এসে সবাইকে মেরে ফেলবে। তাদের শহরের কাছে এক চিতা লুকিয়ে আছে। শহরের বাইরে কেউ বেরলেই তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। যিহূদার লোকরা বার বার পাপ করার ফলেই এগুলি ঘটবে। প্রভু বার বার সতর্ক করে কোন ফল পান নি। প্রভুর কাছ থেকে তারা বার বারই দূরে থেকেছে।