আদিপুস্তক 49:20 - পবিত্র বাইবেল20 “আশেরের দেশে উত্তম খাদ্য উৎপন্ন হবে। রাজার উপযুক্ত খাদ্যই সে যোগাবে! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আশের থেকে অতি উত্তম খাদ্য জন্মাবে; সে বাদশাহ্র উপাদেয় ভক্ষ্য যুগিয়ে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 “আশেরের খাদ্যদ্রব্য হবে সমৃদ্ধ; সে এমন সুস্বাদু খাদ্য জোগাবে যা এক রাজার পক্ষে মানানসই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 আশের উৎপাদন করবে উৎকৃষ্ট খাদ্য সম্ভার, সরবরাহ করবে সে রাজকীয় ভোজ্যবস্তু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আশের হইতে অতি উত্তম খাদ্য জন্মিবে; সে রাজার উপাদেয় ভক্ষ্য যোগাইয়া দিবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 আশের থেকে অতি ভালো খাবার জন্মাবে; সে রাজার সুস্বাদু খাদ্য জুগিয়ে দেবে। অধ্যায় দেখুন |