আদিপুস্তক 49:17 - পবিত্র বাইবেল17 দান হবে পথের ধারের সাপের মতো। সে পথে শুয়ে থাকা বিষধর সাপের মতই হবে। সেই সাপ, যে ঘোড়ার পায়ে দংশন করে চালককে মাটিতে ফেলে দেয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 দান পথে অবস্থিত সাপ, সে পথের মধ্যে অবস্থিত ফণী, যে ঘোড়ার পায়ে দংশন করে, আর ঘোড়সওয়ার ব্যক্তি উল্টে পিছনে পড়ে যায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 দান পথের পাশে পড়ে থাকা এক সাপ, সেই পথ বরাবর এমন এক বিষধর সাপ হবে, যে ঘোড়ার গোড়ালিতে ছোবল মারে যেন সেটির সওয়ার পিছন-পানে ডিগবাজি খায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 দান পথের পাশে পড়ে থাকা সাপের মত, রাস্তার ধারে লুকিয়ে থাকা বিষধর সে, ছোবল মারে সে ঘোড়ার খুরে, ঘোড়সওয়ার উলটে পড়ে পিছন দিকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 দান পথে অবস্থিত সর্প, সে মার্গে অবস্থিত ফণী, যে ঘোটকের চরণে দংশন করে, আর তদারূঢ় ব্যক্তি পশ্চাতে পতিত হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 দান পথে অবস্থিত সাপ, সে মার্গে অবস্থিত বিষাক্ত সাপ, যে ঘোড়ার পায়ে দংশন করে, আর আরোহী পিছনে পড়ে যায়। অধ্যায় দেখুন |