আদিপুস্তক 45:12 - পবিত্র বাইবেল12 যোষেফ তাঁর ভাইদের বললেন, “আমি যে সত্যি সত্যিই যোষেফ তা তোমরা চোখেই দেখছ। এখন আমার ভাই বিন্যামীনও জানে যে আমি তোমাদের ভাই, তোমাদের সঙ্গে কথা বলছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর দেখ, তোমার ও আমার সহোদর বিন্ইয়ামীন চাক্ষুষ দেখছে যে, আমি স্বয়ং তোমাদের সঙ্গে কথাবার্তা বলছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 “তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ, এবং আমার ভাই বিন্যামীনও দেখতে পাচ্ছে, যে তোমাদের সঙ্গে যে কথা বলছে সে আসলে আমিই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তোমরা এবং আমার সহোদর বিন্যামীন সকলেই স্বচক্ষে দেখছ যে আমি স্বয়ং তোমাদের সঙ্গে কথা বলছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর দেখ, তোমরা ও আমার সহোদর বিন্যামীন চাক্ষুষ দেখিতেছ যে, আমি নিজ মুখে তোমাদের সহিত কথাবার্ত্তা কহিতেছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 আর দেখ, তোমরা ও আমার ভাই বিন্যামীন সরাসরি দেখছ যে, আমি নিজ মুখে তোমাদের সঙ্গে কথাবার্তা বলছি। অধ্যায় দেখুন |