আদিপুস্তক 42:14 - পবিত্র বাইবেল14 কিন্তু যোষেফ তাদের বললেন, “না! আমি দেখছি আমার কথাই ঠিক। তোমরা গুপ্তচরই বটে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তখন ইউসুফ তাঁদেরকে বললেন, আমি যে তোমাদেরকে বললাম, তোমরা গুপ্তচর, তা-ই বটে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যোষেফ তাদের বললেন, “আমি যা বলেছি তাই ঠিক: তোমরা গুপ্তচর! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 যোষেফ তাদের বললেন, আমি তোমাদের যা বলেছি তা-ই ঠিক, তোমরা গুপ্তচর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তখন যোষেফ তাঁহাদিগকে কহিলেন, আমি যে তোমাদিগকে বলিলাম, তোমরা চর, তাহাই বটে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তখন যোষেফ তাদেরকে বললেন, “আমি যে তোমাদেরকে বললাম, তোমরা চর, তাই বটে। অধ্যায় দেখুন |