Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 36:25 - পবিত্র বাইবেল

25 অনা ছিলেন দিশোন ও অহলীবামার পিতা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 অনার পুত্র দিশোন ও অনার কন্যা অহলীবামা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 অনার সন্তানেরা: অনার মেয়ে দিশোন ও অহলীবামা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25-26 আনার পুত্র দিশোন এবং কন্যা অহলিবামা। দিশোনের পুত্র হেমদান, এষবান যিত্রান ও কেরাণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 অনার পুত্র দিশোন ও অনার কন্যা অহলীবামা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 অনার ছেলে দিশোন ও অনার মেয়ে অহলীবামা।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 36:25
7 ক্রস রেফারেন্স  

এষৌ কনান দেশের এক স্ত্রীলোককে বিয়ে করেন। এষৌর স্ত্রীরা ছিলেন: হিত্তীয়, এলোনের কন্যা আদা, অনার কন্যা অহলীবামা, অনা ছিলেন হিব্বীয় সিবিয়়োনের পৌত্রী।


অনার পুত্র হল দিশোন। দিশোনের পুত্রদের নাম: হম্রণ, ইশ্‌বন, যিত্রণ আর করাণ।


এষৌর স্ত্রী অহলীবামা, অনার কন্যা, যিয়ূশ, যালম ও কোরহের জন্ম দিলেন। ঐ তিনজন ছিলেন তাঁদের পরিবারের পিতা।


এষৌর তৃতীয় স্ত্রীর নাম ছিল অহলীবামা, ইনি ছিলেন অনার কন্যা। (অনা ছিলেন সিবিয়়োনের পুত্র।) এষৌ এবং অহলীবামার সন্তানরা হল: যিয়ূশ, বালম ও কোরহ।


অহলীবামার তিনটি পুত্রের নাম যিয়ূশ, যালম ও কোরহ। এষৌর এই পুত্ররা কনান দেশে জন্মেছিলেন।


সিবিয়়োনের দুই পুত্র ছিল অয়া ও অনা। (অনাই সেই জন যিনি তাঁর পিতার গাধাদের চরাবার সময় মরুভূমিতে উষ্ণ প্রস্রবণ খুঁজে পেয়েছিলেন।)


দিশোনের চার পুত্র ছিল। তাদের নাম: হিম্দন, ইশ্বন, যিত্রণ ও করাণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন