Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 35:25 - পবিত্র বাইবেল

25 বিল্হা ছিলেন রাহেলের দাসী। যাকোব ও বিল্হার পুত্ররা হল দান এবং নপ্তালি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 রাহেলার বাঁদী বিল্‌হার সন্তান; দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 রাহেলের দাসী বিলহার ছেলেরা: দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 রাহেলের দাসী বিল্‌হার সন্তানঃ দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 রাহেলের দাসী বিল্‌হার সন্তান; দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 রাহেলের দাসী বিলহার ছেলে; দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 35:25
8 ক্রস রেফারেন্স  

যাকোবের পরিবারের বৃত্তান্ত এইরকম। যোষেফ তখন 17 বছর বয়স্ক যুবক। তাঁর কাজ ছিল মেষ ও ছাগলের তত্ত্বাবধান করা। যোষেফ এই কাজ করতেন তাঁর ভাইদের সঙ্গে অর্থাৎ‌ বিল্হা ও সিল্পার সন্তানদের সঙ্গে। (বিল্হা ও সিল্পা তাঁর সৎ‌ মা ছিলেন।) ভাইরা মন্দ কাজ করলে যোষেফ তা তাঁর পিতাকে এসে জানাতেন।


(লাবন তার দাসী বিল্হাকে রাহেলের দাসী হিসেবে দিলেন।)


দেশের ষষ্ঠ অংশ পেল নপ্তালি পরিবারগোষ্ঠী। প্রত্যেক পরিবারই জমির অংশ পেয়েছিল।


এরপর জমি-জায়গা দেওয়া হল দান পরিবারগোষ্ঠীকে। প্রত্যেক পরিবারগোষ্ঠীই জমি পেয়েছিল।


যর্দন নদীর ওপারে গিলিয়দবাসী তাঁবুতেই বসে ছিল। এবং তোমার দান এর লোকরা, কেন জাহাজের আশেপাশে বসেছিল? আশের গোষ্ঠী সাগরের তীরে নিরাপদ বন্দরে মনের মতন করে তাঁবু গেড়েছিল।


“কিন্তু সমস্ত সবূলূনবাসী, নপ্তালি অধিবাসী পাহাড়ের গায়ে জীবনের বাজী রেখে প্রত্যেকে মহাসংগ্রামে মেতেছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন