Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 3:2 - পবিত্র বাইবেল

2 তখন নারী সাপটাকে বলল, “না! ঈশ্বর তা বলেন নি! বাগানের সব গাছগুলো থেকে আমরা ফল খেতে পারি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 নারী সাপকে বললেন, আমরা এই বাগানের সমস্ত গাছের ফল খেতে পারি;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 নারী সাপকে বললেন, “আমরা বাগানের গাছগুলি থেকে ফল খেতে পারি,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 নারী সর্পকে বললেন, আমরা এই উদ্যানের সব গাছের ফল খেতে পারি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 নারী সাপকে বললেন, “আমরা এই বাগানের সব গাছের ফল খেতে পারি;

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 3:2
4 ক্রস রেফারেন্স  

ওদের ক্রোধ সাপের বিষের মতই ভয়ঙ্কর এবং বধির গোখুরে সাপের মত। ওরা সত্য কথা শুনতে অস্বীকার করে।


প্রভু ঈশ্বর মানুষটিকে এই আদেশ দিলেন, “বাগানের যে কোনও বৃক্ষের ফল তুমি খেতে পারো।


কিন্তু যে বৃক্ষ ভালো আর মন্দ বিষয়ে জ্ঞান দেয় সেই বৃক্ষের ফল কখনও খেও না। যদি তুমি সেই বৃক্ষের ফল খাও, তোমার মৃত্যু হবে!”


শুধু একটি গাছ আছে যার ফল কিছুতেই খেতে পারি না। ঈশ্বর আমাদের বলেছিলেন, ‘বাগানের মাঝখানে যে গাছটা আছে, তার ফল কোনমতেই খাবে না। এমন কি ঐ গাছটা ছোঁবেও না—ছুঁলেই মরবে।’”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন