আদিপুস্তক 27:3 - পবিত্র বাইবেল3 তাই তোমার তীরধনুক নিয়ে শিকারে যাও। আমার খাওয়ার জন্যে একটা কিছু শিকার করে আনো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 এখন আরজ করি, তোমার অস্ত্র, তূণ ও ধনুক নিয়ে প্রান্তরে যাও, আমার জন্য হরিণ শিকার করে আন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তাই এখন, তোমার সাজসরঞ্জাম—তোমার তূণীর ও ধনুক হাতে তুলে নাও—এবং মরুপ্রান্তরে গিয়ে আমার জন্য পশু শিকার করে আনো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তোমার অস্ত্রশস্ত্র,তীর-ধনুক নিয়ে প্রান্তরে যাও, আমার জন্য পশু শিকার করে আন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 এখন বিনয় করি, তোমার শস্ত্র, তোমার তূণ ও ধনুক লইয়া প্রান্তরে যাও, আমার জন্য মৃগ শিকার করিয়া আন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 এখন অনুরোধ করি, তোমার শস্ত্র, তোমার তীর ও ধনুক নিয়ে প্রান্তরে যাও, আমার জন্য পশু শিকার করে আন। অধ্যায় দেখুন |