আদিপুস্তক 27:28 - পবিত্র বাইবেল28 তোমাকে প্রভু প্রচুর বৃষ্টি দিন যাতে প্রচুর ফসল আর দ্রাক্ষারস হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 আল্লাহ্ আসমানের শিশির থেকে ও ভূমির সরসতা থেকে তোমাকে দিন; প্রচুর শস্য ও আঙ্গুর-রস তোমাকে দিন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 ঈশ্বর তোমাকে আকাশের শিশির আর ভূমির প্রাচুর্য— শস্যপ্রাচুর্য ও নতুন দ্রাক্ষারস দান করুন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 ঈশ্বর তোমাকে আকাশের শিশির দান করে তোমার ভূমির উর্বরতা বৃদ্ধি করুন, দান করুন প্রচুর শস্য ও দ্রাক্ষারস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 ঈশ্বর আকাশের শিশির হইতে ও ভূমির সরসতা হইতে তোমাকে দিউন; প্রচুর শস্য ও দ্রাক্ষারস তোমাকে দিউন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 ঈশ্বর আকাশের শিশির থেকে ও ভূমির উর্বরতা থেকে তোমাকে দিন; প্রচুর শস্য ও আঙ্গুরের রস তোমাকে দিন। অধ্যায় দেখুন |
তিনি তোমাদের ভালোবাসবেন, আশীর্বাদ করবেন এবং তোমাদের সংখ্যায় বৃদ্ধি করবেন। তিনি তোমাদের সন্তানদের আশীর্বাদ করবেন এবং তোমাদের জমিগুলোকে উৎকৃষ্ট ফসলের দ্বারা সমৃদ্ধ করবেন। তিনি তোমাদের শস্য, নতুন দ্রাক্ষারস এবং তেল দেবেন। তিনি তাঁর আশীর্বাদের সাহায্যে তোমাদের গরুগুলোকে বাছুরে সমৃদ্ধ এবং তোমাদের মেষগুলোকে মেষশাবকে সমৃদ্ধ করবেন। তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন সেই দেশে তোমরা এই সমস্ত আশীর্বাদ ভোগ করবে।