Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 25:15 - পবিত্র বাইবেল

15 হদদ, তেমা, যিটুর, নাফীশ এবং কেদমা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 যেতুর, নাফিশ ও কেদেমা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 মিশ্‌ম, দূমা, মসা, হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 হদদ, তেমা, জিতুর নাফীশ ও কেদমা।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 25:15
7 ক্রস রেফারেন্স  

এরা হাগরীয়, যিটূর, নাফীশ ও নোদবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।


ইয়োবের তিনজন বন্ধু হলেন তৈমনীয় ইলীফস, শূহীয় বিল‌্দদ ও নামাথীয় সোফর। ইয়োবের প্রতি ঘটে যাওয়া ঘটনার কথা তিন বন্ধুই শুনলেন। তাঁরা তিন জনে বাড়ী থেকে বেরিয়ে এক জায়গায় মিলিত হলেন। তাঁরা ইয়োবের কাছে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে ও সান্ত্বনা জানাতে রাজী হলেন।


এইগুলি হল ইশ্মায়েলের পুত্রদের নাম। প্রত্যেকের এক-একটা ছোট বসতি ছিল এবং প্রত্যেকটি বসতি আস্তে আস্তে শহরে পরিণত হয়। বারোটি পুত্র যেন বারো জন রাজপুত্র এবং প্রত্যেকের নিজস্ব জনবল।


যিটূর, নাফীশ ও কেদমা।


টেমার বণিকরা জলের অন্বেষণ করলো। শিবার পর্যটকরা আশা নিয়ে অপেক্ষা করলো।


তারা কিছু তৃষ্ণার্ত ভ্রমণকারীদের জল পান করালো। টেমার লোকরা ঐ ভ্রমণকারীদের খাদ্যও দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন