Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 23:3 - পবিত্র বাইবেল

3 তারপর স্ত্রীর মৃতদেহ রেখে হেতের জনগোষ্ঠীর সঙ্গে কথা বলতে গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 পরে ইব্রাহিম তাঁর স্ত্রীর মৃতদেহের সম্মুখ থেকে উঠে গিয়ে হেতের সন্তানদের বললেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 পরে অব্রাহাম তাঁর স্ত্রীর মৃতদেহের পাশ থেকে উঠে এসে হিত্তীয়দের সাথে কথা বললেন। তিনি বললেন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 পরে তিনি মৃত সারার কাছ থেকে উঠে গিয়ে হিত্তীয় লোকদের বললেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পরে অব্রাহাম আপন মৃতের সম্মুখ হইতে উঠিয়া গিয়া হেতের সন্তানদিগকে কহিলেন,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পরে অব্রাহাম নিজের মৃত স্ত্রীর সামনে থেকে উঠে গিয়ে হেতের সন্তানদের বললেন,

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 23:3
9 ক্রস রেফারেন্স  

কনান ছিল সীদোনের পিতা। সীদোন কনানের প্রথম সন্তান। কনান হিত্তীয়দের পূর্বপুরুষ হেতেরও পিতা ছিলেন। হেৎ থেকে হিত্তীয়দের উদ্ভব।


এবং হিত্তীয় ঊরিয়। সেই দলে মোট 37জন ছিল।


দায়ূদ হিত্তীয় অহীমেলক আর সরূয়ার পুত্র অবীশয়ের সঙ্গে কথা বললেন। (অবীশয় যোয়াবের ভাই।) তিনি তাদের বললেন, “কে আমার সঙ্গে শৌলের শিবিরে যাবে?” অবীশয় উত্তরে বলল, “আমি তোমার সঙ্গে যাব।”


সেই কবর কনান দেশে মম্রির কাছে মক্পেলা ক্ষেতে রয়েছে। সেই ক্ষেত অব্রাহাম ইফ্রোনের কাছ থেকে কিনেছিলেন যেন কবর দিতে পারেন।


তারপর রিবিকা ইস‌্হাককে বললেন, “তোমার পুত্র এষৌ হিত্তীয়দের কন্যাকে বিয়ে করেছে। এ আমার মোটে ভাল লাগে নি। কেননা তারা আমাদের আপনজন নয়। যাকোবও যদি ঐ মেয়েদের কাউকে বিয়ে করে তাহলে আমি নির্ঘাত মারা যাব।”


অব্রাহাম উঠে দাঁড়িয়ে তাঁদের নমস্কার করলেন।


হেতেরা উত্তরে বলল,


এই সেই গুহা যেটা অব্রাহাম হেতের সন্তানদের কাছ থেকে কিনেছিলেন। সেখানে স্ত্রী সারার কবরের পাশে অব্রাহামকে কবর দেওয়া হল।


হিত্তীয়, পরিষীয়, রফায়ীয়,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন