আদিপুস্তক 2:4 - পবিত্র বাইবেল4 এই হল আকাশ ও পৃথিবীর ইতিহাস। ঈশ্বর যখন পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছিলেন, তখন যা কিছু ঘটেছিল এটা তারই গল্প। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 সৃষ্টির সময়ে যেদিন মাবুদ আল্লাহ্ আসমান ও জমিন সৃষ্টি করলেন, তখনকার আসমান ও দুনিয়ার বিবরণ এই— অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আকাশমণ্ডল ও পৃথিবী যখন সৃষ্টি হল, সদাপ্রভু ঈশ্বর যখন পৃথিবী ও আকাশমণ্ডল তৈরি করলেন তখন তার বর্ণনা এইরকম হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 এই হল আকাশমন্ডল ও পৃথিবীর সৃষ্টিকাহিনী । অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 সৃষ্টিকালে যে দিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল নির্ম্মাণ করিলেন, তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর বৃত্তান্ত এই। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 সৃষ্টিকালে যে দিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল সৃষ্টি করলেন, তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টির বৃত্তান্ত এই। অধ্যায় দেখুন |