আদিপুস্তক 14:17 - পবিত্র বাইবেল17 তারপর অব্রাম কদর্লায়োমর ও তাঁর সঙ্গে যোগদানকারী রাজাদের পরাস্ত করে তাঁর আগের জায়গায় ফিরে এলেন। তিনি ফিরে এলে সদোমের রাজা তাঁর সঙ্গে শাবী উপত্যকায় (এখন এই স্থান রাজার উপত্যকা নামে পরিচিত) দেখা করতে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 ইব্রাম কদর্লায়োমরকে ও তাঁর সঙ্গী বাদশাহ্দেরকে জয় করে ফিরে আসলে পর সাদুমের বাদশাহ্ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে শাবী উপত্যকায় অর্থাৎ বাদশাহ্র উপত্যকায় গমন করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 অব্রাম কদর্লায়োমর ও তাঁর সঙ্গে জোট বাঁধা রাজাদের পরাজিত করে ফিরে আসার পর শাবী উপত্যকায় (অর্থাৎ, রাজার উপত্যকায়) সদোমের রাজা তাঁর সাথে দেখা করার জন্য বেরিয়ে এলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 অব্রাম কেদারলায়োমের ও তাঁর সহযোগী রাজাদের পরাস্ত করে ফিরে আসার পর সদোমের রাজা শাবী উপত্যকায় অর্থাৎ রাজ উপত্যকায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 অব্রাম কদলায়োমরকে ও তাঁহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পর, সদোমের রাজা তাঁহার সহিত সাক্ষাৎ করিতে শাবী তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 অব্রাম কদলায়েমরকে ও তাঁর সঙ্গী রাজাদের জয় করে ফিরে আসলে পর, সদোমের রাজা তাঁর সঙ্গে দেখা করতে শাবী তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গেলেন অধ্যায় দেখুন |