আদিপুস্তক 10:12 - পবিত্র বাইবেল12 রেষণ (নীনবী এবং কেলহের মধ্যবর্তী ভুভাগে রেষণ মহানগরের পত্তন হয়।) অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 রহোবোৎ-পুরী, কেলহ এবং নিনেভে ও কেলহের মধ্যস্থিত রেষণ নগর নির্মাণ করলেন; সেটা মহানগর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 ও সেই রেষণ নগরটি গড়ে তুললেন যা নীনবী ও কেলহের মাঝখানে অবস্থিত; সেটিই সেই মহানগর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 কালাহ্ এবং নীনবী ও কালাহ্-এর মধ্যবর্তী রেশেন মহানগরীর পত্তন করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 এবং নীনবী ও কেলহের মধ্যস্থিত রেষণ পত্তন করিলেন; উহা মহানগর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 রহবোৎপুরী, কেলহ এবং নীনবী ও কেলহের মাঝখানে রেষন পত্তন করলেন; ওটা মহানগর। অধ্যায় দেখুন |