৩ যোহন 1:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আমার সন্তানগণ সত্যে চলে, ইহা শুনিলে যে আনন্দ হয়, তদপেক্ষা মহত্তর আনন্দ আমার নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আমার সন্তানেরা সত্যে চলে, এই কথা শুনলে যে আনন্দ হয়, তার চেয়ে বড় কোন আনন্দ আমার নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আমার সন্তানেরা সত্যে জীবনযাপন করছে, একথা শুনে যে আনন্দ পাই তার থেকে বেশি আনন্দ আর কিছুতেই হতে পারে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমার সন্তানেরা সত্যের পথে চলছে শুনে যে আনন্দ হয় তার চেয়ে বেশী আনন্দ আমার আর কিছুতে নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমার সন্তানগণ সত্যে চলে, ইহা শুনিলে যে আনন্দ হয়, তদপেক্ষা মহত্তর আনন্দ আমার নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমার সন্তানরা যে সত্যের পথে চলছে, এই খবর শুনে আমার যে আনন্দ হয়, এর থেকে বেশী আনন্দ আমার আর কিছুতে হয় না। অধ্যায় দেখুন |