২ শমূয়েল 9:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 মফীবোশতের মীখা নামে এক শিশু-সন্তান ছিল। আর সীবের গৃহে বাসকারী সমস্ত লোক মফীবোশতের দাস ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 মফীবোশতের মিকাহ্ নামে একটি পুত্র-সন্তান ছিল। আর সীবের বাড়িতে বাসকারী সমস্ত লোক মফীবোশতের গোলাম ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 মফীবোশতের এক শিশুছেলে ছিল, যার নাম মীখা, ও সীবের পরিবারের সবাই মফীবোশতের দাস-দাসী ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 মফিবোশতের একটি ছোট ছেলে ছিল। তার নাম ছিল মীখা। সিবার বাড়ীতে সকলে মফিবোশতের কর্মচারী হয়ে রইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 মফীবোশতের মীখা নামে এক শিশুসন্তান ছিল। আর সীবের গৃহে বাসকারী সমস্ত লোক মফীবোশতের দাস ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 মীখা নামে মফীবোশতের একটা কিশোর ছেলে ছিল। সীবঃর পরিবারের প্রত্যেকে মফীবোশতের দাস হয়ে গেল। অধ্যায় দেখুন |