২ শমূয়েল 7:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 তুমি যাও, আমার দাস দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি আমার বাসের জন্য গৃহ নির্মাণ করিবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তুমি যাও, আমার গোলাম দাউদকে বল, মাবুদ এই কথা বলেন, তুমি কি আমার বাসের জন্য গৃহ নির্মাণ করবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 “তুমি গিয়ে আমার দাস দাউদকে বলো, ‘সদাপ্রভু একথাই বলেন: তুমিই কি আমার বসবাসের জন্য এক গৃহ নির্মাণ করবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 যাও, আমার দাস দাউদকে গিয়ে বল, প্রভু বলেছেন, আমার মন্দির যে নির্মাণ করবে সেই জন তুমি নও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তুমি যাও, আমার দাস দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি আমার বাসের জন্য গৃহ নির্ম্মাণ করিবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 প্রভু বললেন, “যাও। আমার দাস দায়ূদকে বল, ‘প্রভু বলেছেন; তুমি আমার থাকার জন্য মন্দির তৈরী করবার লোক নও। অধ্যায় দেখুন |