২ শমূয়েল 4:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 একদা বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও বানা গিয়া দিবসের উত্তাপকালে ঈশ্বোশতের বাটীতে উপস্থিত হইল; তখন তিনি মধ্যাহ্নকালে বিশ্রাম করিতেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 একদিন বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও বানা গিয়ে দিনের উত্তাপ থাকতে থাকতেই ঈশ্বোশতের বাড়িতে উপস্থিত হল; তখন তিনি মধ্যাহ্নকালে বিশ্রাম করছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 ইত্যবসরে বেরোতীয় রিম্মোণের দুই ছেলে রেখব ও বানা ঈশ্বোশতের বাড়ির উদ্দেশে রওয়ানা হল, ও ভর-দুপুরে তিনি যখন দুপুরের বিশ্রাম নিচ্ছিলেন, তখন তারা সেখানে গিয়ে উপস্থিত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এদিকে বিরোথী রিম্মোনের দুই পুত্র বানাহ্ ও রেখব ইসবাশেথের বাড়ির দিকে রওনা হলেন। তাঁরা গিয়ে পৌঁছালেন ভর দুপুরে। ইসবোশেথ তখন শোবার ঘরে। শয়নকক্ষে দিবানিদ্রায় মগ্ন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 একদা বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও বানা গিয়া দিবসের উত্তাপকালে ঈশ্বোশতের বাটীতে উপস্থিত হইল; তখন তিনি মধ্যাহ্নকালে বিশ্রাম করিতেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 রিম্মোণের পুত্ররা রেখব ও বানা বিরোত থেকে দুপুর বেলায় ঈশ্বোশতের বাড়ী গিয়েছিল। প্রচণ্ড গরম ছিল বলে ঈশ্বোশৎ বিশ্রাম করছিলেন। অধ্যায় দেখুন |