২ শমূয়েল 4:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 যে ব্যক্তি আমাকে বলিয়াছিল, দেখ, শৌল মরিয়াছে, সে শুভ সংবাদ আনিয়াছে মনে করিলেও আমি তাহাকে ধরিয়া সিক্লগে বধ করিয়াছিলাম, তাহার সংবাদের জন্য আমি তাহাকে এই পুরস্কার দিয়াছিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 যে ব্যক্তি আমাকে বলেছিল, দেখ তালুত মারা গেছে, সে শুভ সংবাদ এনেছে মনে করলেও আমি তাকে ধরে সিক্লগে হত্যা করেছিলাম, তার সংবাদের জন্য আমি তাকে এই পুরস্কার দিয়েছিলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 যখন কেউ একজন আমাকে বলল, ‘শৌল মরেছেন,’ ও ভেবেছিল যে সে সুখবর এনেছে, আমি কিন্তু তাকে ধরে সিক্লগে হত্যা করলাম। তার দেওয়া খবরের জন্য আমি তাকে এই পুরস্কারই দিয়েছিলাম! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 সিকলগে সেই লোকটি যখন আমাকে দারুণ সুসংবাদ দিচ্ছে মনে করে শৌলের মৃত্যু সংবাদ আমাকে দিয়েছিল, তখন সেই সংবাদের জন্য আমি তাকে কি পুরস্কার দিয়েছিলাম? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যে ব্যক্তি আমাকে বলিয়াছিল, দেখ, শৌল মরিয়াছে, সে শুভ সংবাদ আনিয়াছে মনে করিলেও আমি তাহাকে ধরিয়া সিক্লগে বধ করিয়াছিলাম, তাহার সংবাদের জন্য আমি তাহাকে এই পুরস্কার দিয়াছিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 এর আগে একবার এক ব্যক্তি ভেবেছিল সে আমার কাছে সুসংবাদ আনবে। সে বলেছিল, ‘দেখুন শৌল মারা গেছে।’ সে ভেবেছিল যে আমার কাছে এই খবর আনার জন্য আমি তাকে পুরস্কার দেব। কিন্তু আমি এই লোকটিকে ধরে ফেলেছিলাম এবং তাকে সিক্লগে হত্যা করি। অধ্যায় দেখুন |