২ শমূয়েল 3:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 কিন্তু অয়ার কন্যা রিস্পা নাম্নী এক স্ত্রী শৌলের উপপত্নী ছিল; [ঈশ্বোশৎ] অব্নেরকে কহিলেন, তুমি আমার পিতার উপপত্নীর কাছে কেন গমন করিয়াছ? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কিন্তু অয়ার কন্যা রিসপা নাম্নী তালুতের এক জন উপপত্নী ছিল; ঈশ্বোশৎ অব্নেরকে বললেন, তুমি আমার পিতার উপপত্নীর কাছে কেন গমন করেছ? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 ইত্যবসরে রিস্পা বলে শৌলের এক উপপত্নী ছিল। সে ছিল অয়ার মেয়ে। ঈশ্বোশত অবনেরকে বললেন, “আপনি কেন আমার বাবার উপপত্নীর সঙ্গে বিছানায় শুয়েছেন?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কিন্তু শৌলের পুত্র ইসবোশেথ একদিন অবনেরকে তিরস্কার করে বললেন, কেন অবনের শৌলের উপপত্নী (অয়ার কন্যা) রিসপার শয্যাসঙ্গী হয়েছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কিন্তু অয়ার কন্যা রিস্পা নাম্নী এক স্ত্রী শৌলের উপপত্নী ছিল; [ঈশ্বোশৎ] অব্নেরকে কহিলেন, তুমি আমার পিতার উপপত্নীর কাছে কেন গমন করিয়াছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 রিস্পা নামে শৌলের এক দাসী ছিল। রিস্পা ছিল অয়ার কন্যা। ঈশ্বোশ অব্নেরকে বলল, “আমার পিতার দাসীর সঙ্গে তুমি কেন যৌন সম্পর্ক করলে?” অধ্যায় দেখুন |