২ শমূয়েল 3:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 তোমার হস্ত ছিল না বদ্ধ, চরণও ছিল না নিগড়বদ্ধ; যেমন কেহ অন্যায়ীদের সম্মুখে পড়ে, তেমনি পড়িলে তুমি! তখন সমস্ত লোক তাঁহার বিষয়ে আবার রোদন করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তোমার হাত ছিল না বাঁধা, চরণও ছিল না শেকলে আবদ্ধ; যেমন কেউ অন্যায়কারীদের সম্মুখে পড়ে, তেমনি পড়লে তুমি! তখন সমস্ত লোক তাঁর বিষয়ে আবার কাঁদতে লাগল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 তোমার হাত তো বাঁধা ছিল না, তোমার পা তো শিকলে বাঁধা ছিল না। তুমি এমন পড়লে যেভাবে কেউ দুষ্টলোকের সামনে পড়ে।” সব লোকজন আবার তাঁর জন্য কাঁদতে শুরু করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 তাঁর হাতদুখানি তো বাঁধা ছিল না, ছিল না তো পা দুটিতে কোন বন্ধন, আততায়ীর হাতে লোকে যেমন মরে সেইভাবে তোমার মরণ হল! সেখানে উপস্থিত সবাই তাঁর জন্য কাঁদতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 তোমার হস্ত ছিল না বদ্ধ, চরণও ছিল না নিগড়বদ্ধ; যেমন কেহ অন্যায়ীদের সম্মুখে পড়ে, তেমনি পড়িলে তুমি! তখন সমস্ত লোক তাঁহার বিষয়ে আবার রোদন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 অব্নের, তোমার হাত বাঁধা ছিল না। তোমার পায়ে কোন শিকল ছিল না। না, অব্নের, মন্দ লোকরা তোমাকে হত্যা করেছে।” প্রত্যেকে আবার অব্নেরের জন্য কাঁদল। অধ্যায় দেখুন |