২ শমূয়েল 3:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 পরে দায়ূদ যোয়াবকে ও তাঁহার সঙ্গী সকল লোককে কহিলেন, তোমরা আপন আপন বস্ত্র ছিঁড়িয়া চট পরিধান কর, এবং শোক করিতে করিতে অব্নেরের অগ্রে অগ্রে চল। আর দায়ূদ রাজাও শবাধারের পশ্চাতে পশ্চাতে চলিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 পরে দাউদ যোয়াব ও তাঁর সমস্ত সঙ্গী লোককে বললেন, তোমরা নিজ নিজ কাপড় ছিঁড়ে চট পর এবং শোক করতে করতে অব্নেরের আগে আগে চল। আর বাদশাহ্ দাউদও শবাধারের পেছন পেছন চললেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 পরে দাউদ যোয়াব ও তাঁর সঙ্গে থাকা সব লোকজনকে বললেন, “নিজেদের কাপড়গুলি ছিঁড়ে ফেলো ও চটের কাপড় পরে অবনেরের আগে আগে শোকপ্রকাশ করতে করতে হাঁটতে থাকো।” রাজা দাউদ স্বয়ং শবাধারের পিছু পিছু হেঁটেছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 তারপর দাউদ যোয়াব ও তাঁর সঙ্গীসাথীদের বললেন, তোমরা নিজেদের পরণের কাপড় ছিঁড়ে ফেল, চট পর এবং অবনেরের জন্য শোক কর। রাজা দাউদ স্বয়ং শবযাত্রায় যোগ দিয়ে শবাধারের পিছনে পিছনে চললেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 পরে দায়ূদ যোয়াবকে ও তাঁহার সঙ্গী সকল লোককে কহিলেন, তোমরা আপন আপন বস্ত্র ছিঁড়িয়া চট পরিধান কর, এবং শোক করিতে করিতে অব্নেরের অগ্রে অগ্রে চল। আর দায়ূদ রাজাও শবাধারের পশ্চাতে পশ্চাতে চলিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31-32 যোয়াব এবং তার লোকদের দায়ূদ বললেন, “তোমাদের জামাকাপড় ছিঁড়ে ফেল এবং শোক প্রকাশ পায় এমন জামাকাপড় পর। অব্নেরের জন্য কাঁদ।” তারা অব্নেরকে হিব্রোণে কবর দিল। দায়ূদও অন্ত্যেষ্টি ক্রিয়াতে গেলেন। রাজা দায়ূদ এবং অন্যান্য সব লোক অব্নেরের অন্ত্যেষ্টিতে কাঁদলেন। অধ্যায় দেখুন |