২ শমূয়েল 3:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 তাহাতে ঈশ্বোশৎ লোক পাঠাইয়া তাঁহার স্বামীর অর্থাৎ লয়িশের পুত্র পল্টিয়েলের নিকট হইতে মীখলকে লইয়া আসিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তাতে ঈশ্বোশৎ লোক পাঠিয়ে তাঁর স্বামীর অর্থাৎ লয়িশের পুত্র পল্টিয়েলের কাছ থেকে মীখলকে নিয়ে আসলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তখন ঈশ্বোশত আদেশ দিয়ে মীখলকে তাঁর স্বামী, লয়িশের ছেলে পল্টিয়েলের কাছ থেকে আনিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তখন ইসবোশেথ মিখলকে তাঁর স্বামী (লয়িশের পুত্র) পন্টিয়েলের কাছ থেকে নিয়ে এলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তাহাতে ঈশ্বোশৎ লোক পাঠাইয়া তাঁহার স্বামীর অর্থাৎ লয়িশের পুত্র পল্টিয়েলের নিকট হইতে মীখলকে লইয়া আসিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তখন ঈশ্বোশৎ সেই লোকটিকে লয়িশের পুত্র পল্টিয়েল নামক এক লোকের কাছ থেকে মীখলকে নিয়ে যেতে বললেন। অধ্যায় দেখুন |