২ শমূয়েল 24:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 পরে যোয়াব গণিত লোকদের সংখ্যা রাজার কাছে দিলেন; ইস্রায়েলে খড়্গধারী আট লক্ষ বলবান লোক ছিল; আর যিহূদার পাঁচ লক্ষ লোক ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 পরে যোয়াব গণনা-করা লোকদের সংখ্যা বাদশাহ্র কাছে দিলেন; ইসরাইলে তলোয়ারধারী আট লক্ষ বলবান লোক ছিল; আর এহুদার লোক ছিল পাঁচ লক্ষ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 যোয়াব রাজার কাছে যোদ্ধাদের সংখ্যার বিবরণ দিলেন: ইস্রায়েলে তরোয়াল চালাতে সক্ষম ও সুস্বাস্থের অধিকারী আট লক্ষ, এবং যিহূদায় এরকম পাঁচ লক্ষ লোক ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 ফিরে এসে যোয়াব রাজাকে জানালেন যে ইসরায়েলীদের মধ্যে যোদ্ধার সংখ্যা আট লক্ষ এবং যিহুদীয়ার পাঁচ লক্ষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 পরে যোয়াব গণিত লোকদের সংখ্যা রাজার কাছে দিলেন; ইস্রায়েলে খড়্গধারী আট লক্ষ বলবান লোক ছিল; আর যিহূদার পাঁচ লক্ষ লোক ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 যোয়াব রাজার হাতে লোকসংখ্যার তালিকা তুলে দিল। তরবারি ব্যবহার করতে পারে এমন লোকের সংখ্যা ইস্রায়েলে ছিল 800,000 এবং যিহূদার লোকসংখ্যা ছিল 500,000 জন। অধ্যায় দেখুন |