২ শমূয়েল 24:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর অরৌণা কহিল, আমার প্রভু মহারাজ আপন দাসের নিকটে কি জন্য আসিয়াছেন? দায়ূদ কহিলেন, লোকদের উপর হইতে মহামারী যেন নিবৃত্ত হয়, এই জন্য সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করিব বলিয়া আমি তোমার কাছ থেকে এই খামার ক্রয় করিতে আসিয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর অরৌণা বললো, আমার মালিক বাদশাহ্ তাঁর গোলামের কাছে কি জন্য এসেছেন? দাউদ বললেন, লোকদের উপর থেকে মহামারী যেন নিবৃত্ত হয়, এজন্য মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্ তৈরি করবো বলে আমি তোমার কাছ থেকে এই খামার ক্রয় করতে এসেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 অরৌণা বললেন, “আমার প্রভু মহারাজ কেন তাঁর দাসের কাছে এসেছেন?” “তোমার খামারটি কেনার জন্য,” দাউদ উত্তর দিলেন, “যেন আমি সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি নির্মাণ করতে পারি, ও লোকজনের উপর ছড়িয়ে পড়া এই মহামারি থেমে যায়।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 বলল, মহারাজ তাঁর দাসের কাছে কেন এসেছেন? দাউদ বললেন, তোমার এই খামারটা কিনতে এসেছি। এখানে প্রভু পরমেশ্বরের জন্য একটি বেদী তৈরী করব যাতে মহামারী থেমে যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর অরৌণা কহিল, আমার প্রভু মহারাজ আপন দাসের নিকটে কি জন্য আসিয়াছেন? দায়ূদ কহিলেন, লোকদের উপর হইতে মহামারী যেন নিবৃত্ত হয়, এই জন্য সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিব বলিয়া আমি তোমার কাছে এই খামার কিনিতে আসিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 অরৌণা বলল, “আমার গুরু এবং রাজা কেন আমার কাছে এসেছেন?” দায়ূদ উত্তর দিলেন, “আমি তোমার কাছ থেকে খামার বাড়ীটি কিনতে এসেছি। তারপর আমি প্রভুর জন্য একটা বেদী বানাব। তাহলে এই মহামারী বন্ধ হয়ে যাবে।” অধ্যায় দেখুন |